🧅 𝐎𝐧𝐢𝐨𝐧 𝐇𝐚𝐢𝐫 𝐎𝐢𝐥 🤤🔥 পেয়াজ আমাদের চুলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। পেয়াজের রস আমাদের চুলকে লম্বা করে ও হেয়ারফল রোধ করার পাশাপাশি ময়েশ্চারাইজিং ও পুষ্টি যোগাতেও সাহায্য করে। 𝗕𝗲𝗻𝗲𝗳𝗶𝘁𝘀 : 🧅 চুলের গোড়ায় পুষ্টি যোগায়। 🧅 এটি ব্যবহারে চুল হবে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল দেখাবে। 🧅 চুলের বৃদ্ধিতে সাহায্য করে ও চুলের পাতলা হওয়াকে নিয়ন্ত্রণ করে। 🧅 চুলের ভলিউম বাড়াতে সাহায্য করে। 🧅পেঁয়াজ প্রাকৃতিকভাবে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যে কারণে এটি চুলের অকাল ধূসর হওয়ার প্রভাব কম করতে সাহায্য করে। 🧅 নতুন চুল গজাতে সাহায্য করে। 🧅একফাইল ব্যবহার করলে উপকারিতা বুঝতে পারবেন। √ উপকরণ : পেয়াজ √ দাম : ১০০ মিলি ৫৯০ টাকা √ মেয়াদ : ১ বছর